img

Blog Details

img
Vocabulary

Use of the word “Medium”

Administration / 7 Sep, 2022

এখনকার দিনে মোবাইল ফোনগুলো আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে গিয়েছে। মোবাইল ফোনের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখন দূরে থাকা বন্ধুর সাথে কথা বলার জন্য কবুতর ব্যবহার করতে হয় না। তো আমি আর আমার বন্ধু রাজন ভিন্ন দুটি শহরে বসবাস করি। পড়াশোনা শেষ করে কাজে যোগ দেয়ার কারনেই দুইজন দুই শহরে। 


কাজ শেষ করে সন্ধার সময়ে দুজন ফোনে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও দুই বন্ধু মিলে সন্ধ্যার সময়ে সারাদিনে কি কাজ করেছি তা নিয়ে বেশ কিছুক্ষন ধরে মোবাইলে আলাপ করছে। 


আমাদের কথা বলার জন্য যে মোবাইলটি ব্যবহার করছি তাকে আমরা Medium বলতে পারি যার মানে হচ্ছে “মাধ্যম”।


Business World এ এই শব্দটির প্রচলন রয়েছে। Business ওয়ার্ল্ড এ যখনি কোন মাধ্যম সম্পর্কে কোন কিছু বলা হয় তখন সবার প্রথমে যে শব্দটি চলে আসে তা হলো, Medium.


চলুন Medium ব্যাবহার করে একটি বাক্য দেখে নেয়া যাক যেন আপনারা বিষয়টি খুব সহজেই বুঝতে পারেন। "Telephone is an effective medium for communication".


এই বাক্যটি দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে, Telephone যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।


Medium এর কিছু প্রতিশব্দ ও রয়েছে যা medium এর পরিবর্তে ব্যবহার করা যায়। 

যেমনঃ Method, way ইত্যাদি। 


চলুন medium ব্যবহার করে আমরা কিছু উদাহরণ দেখে আসি।


Ex 01: Cinema is a medium of mass entertainment.

অর্থাৎ সিনেমা গণবিনোদনের একটি মাধ্যম।


Ex 02: The government communicates through the medium of television.

অর্থাৎ সরকার টেলিভিশনের মাধ্যমে যোগাযোগ করেন। 


তো দেখলেন কত সহজে আপনি একটি শব্দ, তার ব্যবহার এবং তার প্রতিশব্দ শিখে ফেললেন? প্রতিনিয়ত Business World এ ব্যবহার হয় এ রকম শব্দ এবং শব্দের ব্যাবহার শিখতে Amar English এ সাবস্ক্রাইব করুন। নিয়মিত আপনাদের ইমেইলে চলে যাবে আমাদের শব্দ বিশ্লেষণ।



Subscribe Here

0 comments